Breaking News

শ্রীলংকা সফরে পাকিস্তান দলে চমক, নতুন অলরাউন্ডার

চোট কাটিয়ে পুরদস্তুর ফিট পাকিস্তানের অভিজ্ঞ লেগস্পিনার ইয়াসির শাহ। পাকিস্তানের সাদা জার্সির দলে ফিরতে মুখিয়ে আছেন তিনি।

জানা গেছে, আসন্ন শ্রীলংকা সফরের দুই টেস্টের জন্য ১৮ সদস্যের স্কোয়াডে রয়েছে তার নাম।

গত বছর পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল কাপ খেলতে গিয়ে বৃদ্ধাঙ্গুলিতে চোট পান ইয়াসির।  আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার।

অবশেষে শ্রীলংকা সিরিজ দিয়ে ফিরছেন এ লেগস্পিনার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত ১৮ সদস্যের মধ্যে চমক রয়েছে একটি।

দলে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার সালমান আলি আঘা। মিডল অর্ডারে ব্যাট করেন তিনি।

পাকিস্তানের প্রথম শ্রেণির ম্যাচের দারুণ পারফর্ম করে দলে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সি এ ক্রিকেটার।

৬৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এ অলরাউন্ডার।

চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়া মোহাম্মদ নওয়াজও ফিরেছেন দলে।

আগামী ২৫ জুন থেকে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের সাত দিনের প্রস্তুতি ক্যাম্প। এর পর ৬ জুলাই তারা চলে যাবে শ্রীলংকা। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ জুলাই মাঠে গড়াবে প্রথম টেস্ট।

শ্রীলংকা বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহঅধিনায়ক, উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

হাফ-সেঞ্চুরিতে মন ভরেনি, কাউন্টিতে দুর্দান্ত শতরান মহম্মদ রিজওয়ানের

দ্বিতীয় দিনেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তবে হোভের এমন ব্যটিং স্বর্গে অর্ধশতরানে মন ভরেনি মহম্মদ …

Leave a Reply

Your email address will not be published.