ক্রিকেটে পারফরমেন্সের মধ্যে দিয়ে সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন শুভমান গিল। বিরাট কোহলি তাঁকে আগামীর তারকা বলেছেন। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে তিনি টেস্ট, ওডিআই ও টি-২০ তে সেঞ্চুরি করার নজির তৈরি করেছেন। এরপাশাপাশি ওডিআইতে তিনি ২০০-র বেশি রানও করেছেন। এই স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে শুভমান যখন যাচ্ছেন তখন তিনি ভারতের মহিলা সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন। তাঁকে নিয়ে একাধিক পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট। এছাড়া সমর্থকদের মধ্যেও দেখা গেছে শুভমানকে নিয়ে পোস্টার। শুভমান জ্বরে সবথেকে বেশি আক্রান্ত অহমেদাবাদ। সেখানেই তিনি টি-২০ ক্রিকেটে শেষ সেঞ্চুরি করলেন।
২৩ বছর বয়সে শুভমান যেই নজির তৈরি করেছেন তা ভারতের কিংবদন্তীদের মধ্যে থেকে অনেকেই করতে পারেননি। দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় থাকা শুভমান এবার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন। ২০২৩ সালে তিনি টি-২০ তে অভিষেক করেছেন আর এই বছরেই এসেছে সেঞ্চুরি। মাত্র ৫৪ বলে সেঞ্চুরি পান তিনি। পুরুষ ভক্তদের পাশাপাশি তিনি মহিলা সমর্থকদের মধ্যেও জনপ্রিয়। সেইরকমই এক জাবড়া ফ্যানের ছবি সামনে এল।
Poora Nagpur bol raha hai, @ShubmanGill ab toh dekh le pic.twitter.com/9iaW2BBtZY
Advertisement— Umesh Yaadav (@y_umesh) February 3, 2023
অহমেদাবাদ ম্যাচের মাঝে একটি ছবি সামনে আসে। যেখানে দেখা যায়, গ্যালারিতে দাঁড়িয়ে এক মহিলা। তাঁর হাতে একটি পোস্টার। যেখানে লেখা, “টিন্ডার শুভমানের সঙ্গে ম্যাচ করিয়ে দাও।” গোলাপি রংয়ের সেই পোস্টারটিতে রয়েছে লাভ সাইন।
শুভমান টিন্ডারে আছেন কি না তা জানা নেই। নেটিজেনরা এই বিষয়ে মন্তব্য করেছেন। একজন টুইটে বলেন, “টিন্ডারে দিদির সঙ্গে কেউ ম্যাচ করিয়ে দাও।” আকাশ চোপড়া লেখেন, “সব মনে গিল রয়েছেন।” এই ভাইরাল হওয়া পোস্ট নিয়ে নাগপুরের রাস্তায় বিজ্ঞাপন দিয়েছে টিন্ডার। একাধিক জায়গায় সেই বিজ্ঞাপন দেখা গিয়েছে। যেই বিজ্ঞাপনের ছবি নিয়ে টুইট করে উমেশ যাদব লেখেন, “পুরো নাগপুর বলছে শুভমান। এখন তো দেখ।”
শুভমান গিল কিছু করলেই তা নিয়ে আলোচনা শুরু হয়। যেমন অহমেদাবাদ ম্যাচের সময় গ্যালারি থেকে শুভমানকে দেখে “সারা সারা” বলে চিৎকার করতে থাকেন সমর্থকরা। অনেকে বলেন, সচিন তেন্ডুলকরের সামনেই শুভমান রেকর্ড গড়লেন। শুভমানের সঙ্গে সচিন কন্য়া সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় ধরে গুঞ্জন ছিল। এরপর শুভমানের সঙ্গে সারা আলি খানকে দেখা যায় একটি ডিনার ডেটে। তারপর শুভমানের সঙ্গে বারবার ওঠে সারার নাম।