Breaking News

শামিকে বাদ দেওয়ায় খেপলেন আকাশ

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত। সোমবার ঘোষিত ১৫ সদস্যের সেই স্কোয়াডে ফিরেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তবে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি জসপ্রিত বুমরাহর। বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ শামিকেও।

শামির বাদ পড়াটা মেনে নিতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। হটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে আকাশ বলেন, ‘সবাই কিভাবে মোহাম্মদ শামিকে ভুলে গেল? সে ভালো খেলেছে, আইপিএলের পরিসংখ্যানও ভালো। ’

ভারতের এই সাবেক ওপেনার আরো বলেন, ‘বুঝতে পেরেছি, মোহাম্মদ শামি অথবা আভেশ খানের মধ্যে একজনকে বেছে নিতে হতো। সে ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে শামিকে নিতাম। আমি আভেশ-বিদ্বেষী নই। তবে আমি মনে করি, জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে নতুন বলে শামিকে সুযোগ দেওয়া দরকার ছিল। ’

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

এবার আইসিসি চেয়ারম্যান হচ্ছেন সৌরভ?

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন দেশটির সাবেক সফল অধিনায়ক সৌরভ …

Leave a Reply

Your email address will not be published.