এএইচএফ কাপ হকিতে টাইব্রেকারে ওমানকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপ হকির শিরোপা জিতলো লাল-সবুজের জার্সিধারীরা।
রোববার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ পেনাল্টি শ্যুটআউটে ওমানকে পরাজিত করেছে ৫-৩ গোলে।
নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে বাংলাদেশ গোল করে লিড নেয়। সোহানুর রহমান সবুজের দৃষ্টিনন্দন গোলটি বাংলাদেশ শিবিরে আশার আলো জ্বালিয়েছিল; কিন্তু বেশি সময় গোল ধরে রাখতে পারেনি গোবিনাথনের দল। ১৯ মিনিটে আল ফাহাদের গোলে সমতা আনেন ওমান।
ফাইনালে সেভাবে পেনাল্টি কর্নার আদায় করতে পারেনি বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে দুটি ও শেষ কোয়ার্টারে একটি পেনাল্টি কর্নার পেলেও তা ঠিকঠাক কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল।
গোলের জন্য মরিয়া ছিল দুই দল। পারেনি কোনো পক্ষই। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলেই শেষ হয়। ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে বাংলাদেশ ৫-৩ গোলে জিতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।