মিতালি রাজের পরে খেলা ছাড়ার কথা ঘোষণা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের আরও এক অভিজ্ঞ তারকা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অল-রাউন্ডার রুমেলি ধর। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর নেওয়ার কথা জানিয়ে দেন বাংলার অভিজ্ঞ ক্রিকেটার।
৩৮ বছর বয়সী রুমেলি ভারতের হয়ে ৪টি টেস্ট, ৭৮টি ওয়ান ডে ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ২৩৬ রান ও ৮টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রুমেলির ঝুলিতে রয়েছে ৯৬১ রান ও ৬৩টি উইকেট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৩১ রান ও ১৩টি উইকেট।
রুমেলি শেষবার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ২০১৮ সালে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টি-২০ ম্যাচে মাঠে নামেন তিনি। তবে জাতীয় স্থরের ক্রিকেটে সক্রিয় ছিলেন ধর। গতবছর নভেম্বরে বাংলার হয়ে সিনিয়র ওমেন ওয়ান ডে টুর্নামেন্টে শেষ বার মাঠে নামেন রুমেলি।