Breaking News

মাথাব্যথা নেই BPL নিয়ে, টুর্নামেন্ট ছেড়ে ‘উমরাহ’র পথে সাকিব!

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) এখন বেশ হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই রাউন্ড রবিনের খেলা প্রায় শেষের দিকে তা বলা যেতেই পারে। প্রত্যেকটা দলের হাতেই এখনও ২-৩টে করে ম্যাচ বাকি রয়েছে। যদিও এই টুর্নামেন্টের শেষ চারে কোন দলগুলো যাবে, তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। তবে টুর্নামেন্টের মাঝপথেই উমরাহ (Umrah) করতে সৌদি আরব উড়ে গেলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। আর সেকারণেই বরিশাল সমর্থকেরা সাকিবের উপর বেজায় চটে গিয়েছেন। এমনকী, তাঁর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন।

Advertisement

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL 2023) সেমিফাইনালের টিকিট ইতিমধ্যেই কনফার্ম করে ফেলেছে বরিশাল ফরচুন (Barishal Fortune)। এখনও পর্যন্ত তারা ১০টি ম্যাচ খেলেছে। এরমধ্যে সাতটা ম্যাচ তারা জিতেছে এবং তিনটেতে হেরেছে। আর সেইসঙ্গে ১৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে তারা ‘সেকেন্ড বয়’ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মাসে আগামী ৭ এবং ১০ তারিখ বরিশাল যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিরুদ্ধে খেলতে নামবে।

যদিও এই ব্যাপারে সাফাই দিয়েছেন বরিশাল ফরচুন দলের মিডিয়া ম্যানেজার সিকন্দর আলি। তিনি বললেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারির আগে দলের কোনও ম্যাচ নেই। আর সেকারণেই এই ফাঁকা সময়ে সৌদি আরবে উমরাহ করতে গিয়েছেন সাকিব আল হাসান।’ পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে আগামী ৬ ফেব্রুয়ারি রাতেই সাকিব বাংলাদেশে ফিরে আসবেন। তারপর ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে তিনি অনায়াসেই খেলতে নামতে পারবেন।

Advertisement

সাকিব যে সকলের অলক্ষ্যেই সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আরটিভি অনলাইনের একটি প্রতিবেদন অনুসারে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের লজিস্টিক সাপোর্ট হেড ওয়াসিম খান সাকিবের সৌদি আরবে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট জানালেন যে শুক্রবার রাতেই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাকিব। প্রসঙ্গত, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের বিরুদ্ধে জয়লাভ করেছে বরিশাল টাইগার্স। তারপরই তিনি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দেন।

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ব্যাট হাতে ৩৪৭ রান করার পাশাপাশি বল হাতেও ৬টি উইকেট শিকার করে নিয়েছেন তিনি।

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘একটা সেশন ছাড়া দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়া’, হাস্যকর দাবি করলেন ম্যাক্সওয়েল

ভারত সফরে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে পিছিয়ে রয়েছ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *