দ্রুততম ফিফটি করে গেলেন ঋষভ পন্থ। লঙ্কান বোলারদের তুলোধোনা করে গেলেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান।
গোলাপি টেস্টে বল হাতে ঝড় তুলেছিলেন জসপ্রীত বুমরা। কপিল দেবের কীর্তি ছুঁয়ে ফেলেছিলেন স্পিডস্টার। সেই রেকর্ডের রেশ কাটতে না কাটতেই কপিল দেবের রেকর্ড ভেঙে চুরমার করলেন এবার ঋষভ পন্থ। মাত্র ২৮ বলে ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকিয়ে।
করাচিতে ১৯৮২-য় কপিল পাক বোলারদের তুলোধোনা করে ৩০ বলে ফিফটি করে গিয়েছিলেন। সেই রেকর্ড ভাঙার পথে ঋষভ পন্থ আরও দু-বল কম খেললেন। ব্যাট হাতে নেমেই চিন্নাস্বামীতে ধুন্ধুমার বাঁধিয়ে দেন পন্থ। লঙ্কান বোলারদের ওপর চড়াও হয়ে ৭ বাউন্ডারি, ২ ওভার বাউন্ডারিতে পঞ্চাশ করে যান তারকা।
ঘটনাচক্রে, এর আগে পন্থ বিশ্বের প্ৰথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ১৫০ প্লাস স্ট্রাইক রেটে ৩০+ স্কোর গড়ার নজির গড়লেন। বেঙ্গালুরুতে প্ৰথম ইনিংসে পন্থ ঝড় তুলে ২৬ বলে ৩৯ করেছিলেন (স্ট্রাইক রেট ১৫০)। এবার দ্বিতীয় ইনিংসে করলেন ৩১ বলে ৫০ (স্ট্রাইক রেট ১৬১.২৯)।
পন্থের সাইক্লোন অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাইলস্টোনে পৌঁছনোর পরেই আউট হয়ে যান প্রবীণ জয়াবিক্রমের বলে। ২৪ বছরের সুপারস্টারের ব্যাটে অবশ্য ভারতের ৩০০ প্লাস রানের লিড নিশ্চিত হয়ে গিয়েছে।
FIFTY!@RishabhPant17 surpasses Kapil Dev to score the fastest 50 by an Indian in Test cricket. It has come off 28 deliveries.
Take a bow, Rishabh 👏💪💥
Live – https://t.co/t74OLq7xoO #INDvSL @Paytm pic.twitter.com/YcpJf2sp2H
— BCCI (@BCCI) March 13, 2022
তার আগে বুমরার ৫ শিকারে ভর করে ভারত প্ৰথম ইনিংসে ১৪৩ রানের লিড নেয়। প্ৰথম ইনিংসে ভারতের ২৫২ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় মাত্র ১০৯ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত দ্বিতীয় সেশনে খেলা বন্ধ হওয়া পর্যন্ত ১৯৯/৫ তুলেছে। ভারতের লিড ৩৪২ রানের।
টেস্টে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকানো ভারতীয়রা
ঋষভ পন্থ (২৮ বলে ৫০), বেঙ্গালুরু-শ্রীলঙ্কা, ২০২২
কপিল দেব (৩০ বলে ৫০), করাচি-পাকিস্তান, ১৯৮২
শার্দূল ঠাকুর (৩১ বলে ৫০), ওভাল-ইংল্যান্ড, ২০২১
বীরেন্দ্র শেওয়াগ (৩২ বলে ৫০), চেন্নাই-ইংল্যান্ড, ২০০৮
ভারতের মাটিতে হাঁকানো দ্রুততম টেস্ট ফিফটি
শাহিদ আফ্রিদি (২৬ বলে ৫০), ২০০৫
ইয়ান বথাম (২৮ বলে ৫০), ১৯৮১
ঋষভ পন্থ (২৮ বলে ৫০), বেঙ্গালুরু-শ্রীলঙ্কা, ২০২২
অর্জুন রনতুঙ্গা (৩১ বলে ৫০), ১৯৮৬