Breaking News

ভারত সফরেই মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল

অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। আগামী মার্চে ভারত সফরের ওয়ানডে দলেই সুযোগ করে নিতে পারেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। জনপ্রিয় অজি গণমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, আহত পা সেরে ওঠার পথে ম্যাক্সওয়েলের।

Advertisement

মাসখানেক আগে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পা ভাঙেন ম্যাক্সওয়েল। গত ১২ নভেম্বর সন্ধ্যায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যান তিনি। সেই অনুষ্ঠানে বন্ধুর সঙ্গে দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে যান ম্যাক্সওয়েল।

তার সেই বন্ধুও পড়ে যান ম্যাক্সওয়েলের ওপর। বন্ধুর পায়ের চাপেই ম্যাক্সওয়েলের বাঁ-পায়ের হাড় ভাঙে! সেই বন্ধুর তেমন কিছু না হলেও হাসপাতালে যেতে হয়েছিল ম্যাক্সওয়েল।

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সেসময় জানানো হয়েছিল ম্যাক্সওয়েলের পায়ের ফিবুলা হাড়ে ফাটল ধরে। যার ফলে অস্ত্রপচারও করাতে হয় অজি অলরাউন্ডারের পায়ে। চোট থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ম্যাক্সওয়েল।

খেলার মতো অবস্থায় না থাকলেও বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে ব্র্যাড হ্যাডিনের সঙ্গে ফক্স স্পোর্টসে ধারাভাষ্য দিতে দেখা যায় তাকে। নিজের ফেরা নিয়ে ইঙ্গিত না দিলেও ভারতে আসন্ন সিরিজে নিজ দলকেই এগিয়ে রেখেছিলেন তিনি।

Advertisement

ম্যাক্সওয়েল বলেছিলেন, ‘সতীর্থদের খেলা দেখার সুযোগ পেয়ে ভালো লাগছে, বিশেষ করে এখানে। আমি মনে করি তারা এমন স্কোয়াড পেয়েছে সেটা দারুণ। আমি যেহেতু ভারতে খেলেছি বা ওখানকার খেলা দেখেছি তাই বলছি।’

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘বাংলাওয়াশ’ হওয়ায় ইংল্যান্ডকে ধুয়ে দিয়েছে ব্রিটিশ মিডিয়া

সাদা বলের ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্র চার মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশরা। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *