Breaking News

ভারতীয় টিমে হিন্দু-মুসলিম বিতর্ক! তিলক না পরে নিশানায় উমরান-সিরাজ

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে। এই সিরিজের আগে দুই দলের ক্রিকেটাররাই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ শুরুর আগেই বিতর্ক জড়িয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের দুই পেস বোলার। কারণ একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে যে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে কপালে লাল চন্দনের তিলক পরিয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৪ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। সিরিজ শুরু হওয়ার আগেই টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার যথেষ্ট বিতর্কে জড়িয়ে পড়েছেন। যাঁদের কথা উল্লেখ করা হচ্ছে, তাঁরা হলেন ভারতীয় ক্রিকেট দলের দুই পেসার মহম্মদ সিরাজ এবং উমরান মালিক। একটি ভিডিয়ো ইতিমধ্যেই যথেষ্ট ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে যে টিম হোটেলে স্বাগত জানানোর সময় সিরাজ এবং উমরান মহিলা স্টাফের থেকে তিলক নিতে অস্বীকার করেন। এরপর টিম ইন্ডিয়ার এই দুই পেস বোলারকে ‘কট্টর’ বলে কটাক্ষ করা হচ্ছে। তবে কয়েকজন সমর্থক আবার এই ঘটনাকে সাপোর্টও করেছেন।

বিক্রম রাঠৌরও তিলক কাটতে অস্বীকার করেন

Advertisement

মহম্মদ সিরাজ এবং উমরান মালিক থাড়া ভারতীয় ক্রিকেট দলের ব্য়াটিং কোচ বিক্রম রাঠৌরও তিলক না লাগিয়েই সামনের দিকে এগিয়ে যান। যদিও এই দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সহ বাকি সদস্যরা হাসিমুখে তিলক কাটেন। প্রত্যেক ক্রিকেটারের কপালে তিলক লাগানোর পরেই সকলে সমবেতভাবে হাততালি দিচ্ছিলেন। দলের সাপোর্ট স্টাফ হরি প্রসাদ মোহন তিলক লাগাতে অস্বীকার করেছেন। কিন্তু নিন্দুকেরা শুধুমাত্র মহম্মদ সিরাজ এভং উমরান মালিককেই সমালোচনার কেন্দ্রে নিয়ে আসছেন।

Advertisement

ভারতীয় ক্রিকেট দল যখন নাগপুরের টিম হোটেলে পা রাখে, তখন হোটেল স্টাফেরা তাঁদের স্বাগত জানান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে যে টিম ইন্ডিয়ার সদস্যরা হোটেলে পা রাখার সঙ্গে সঙ্গেই একজন মহিলা স্টাফ তাঁদের কপালে তিলক লাগিয়ে স্বাগত জানাচ্ছেন। দ্রাবিড় সহ বেশ কয়েকজন কপালে তিলক লাগালেও সিরাজ, উমরান, রাঠৌর সহ বেশ কয়েকজন লাগাবেন না বলে জানিয়ে দেন। কয়েকজন তো আবার চশমা খুলে এই তিলক গ্রহণ করেন এবং সামনের দিকে এগিয়ে যান।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘বিরাটকে গ্রেফতার করবেন না, গুজরাত পুলিশকে অনুরোধ দিল্লি পুলিশের! কী করেছেন কোহলি?

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলার মাঝেই সমাজমাধ্যমে ভেসে উঠল দিল্লি পুলিশের আবেদন। তাতে গুজরাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *