Breaking News

‘ভবিষ্যত নয়, বর্তমান সময়েরই তারকা গিল’

বয়সভিত্তিক দলে খেলার সময়ই সবার নজর কাড়েন শুভমান গিল। এরপর ভারতের জার্সিতে সাদা পোশাকে আন্তর্কাতিক অভিষেক হয় তার। লাল বলের ক্রিকেটে তার ব্যাটিং প্রতিভা দেখে অনেকেই বলেছিলেন, ভারতের ব্যাটিং লাইনআপের ভবিষ্যত তারকে এই ব্যাটার। তবে অল্প সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারেই ব্যাট হাতে নিজেকে প্রামণ করেছেন তিনি। হয়ে ওঠেছে টেস্ট এবং ওয়ানডে দলের নিয়মিতি সদস্য। ভবিষ্যত নয়, বর্তমান ভারত দলের একজন তারকা ব্যাটার গিল, এমনটাই মনে করেন আকাশ চোপড়া।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন গিল। বিশেষ করে সাদা পোশকের ক্রিকেটে ইতোমধ্যে দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এই ওপেনার। খুব একটা পিছিয়ে নেই রঙিন পোশাকেও। সম্প্রতি ওয়ানডেতে যে কয়টা সিরিজে সুযোগ পেয়েছেন তা দুই হাত ভরে কাজে লাগিয়েছেন এই তরুণ ব্যাটার।

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে রঙিন পোষাকে ব্যাট হাতে রঙ ছড়িয়েছেন গিল। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। ১৪৯ বল খেলে ১৯ বাউন্ডারি আর ৯ ছক্কায় ২০৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটার। এই ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ডও গড়েন। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি নিজের দখলে নেন গিল।

Advertisement

এরপর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৪০ রান এসেছিল গিলের ব্যাট থেকে। আর সিরিজের শেষ ওয়ানডেতে আবারও সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর শেষ ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকান তিনি। সবমিলিয়ে তিন ম্যাচের এই সিরিজে প্রায় ১৭৬ গড়ে ৩৫৬ রান করেন তিনি।

এই সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ছিলেন তিনি। ৬৯ গড়ে তিন ম্যাচের সিরিজে করেছিলেন ২০৭ রান। যেখানে এক হাফ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। সবমিলিয়ে ২১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার তার। যেখানে প্রায় ৭৪ গড়ে ১ হাজার ২৫৪ রান করেছেন তিনি। ৫টি হাফ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে আছে ৪টি সেঞ্চুরি।

Advertisement

আকাশ বলেন, ‘আমরা সবসময় বলি, শুভমান গিল ভারতের ভবিষ্যত তারকা কিন্তু সে এখন আমাদের বলতে বাধ্য করছে যে, সে বর্তমান ভারত দলের একজন তারকা ক্রিকেটার।’

এদিকে কয়েক দিন আগেই গিলের ব্যাটিং প্রতিভা প্রসঙ্গে বলতে গিয়ে তাকে বিরাট কোহলি-শচিন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরী উল্লেখ্য করে সাবা করিম বলেছেন, ‘তার টেম্পারমেন্ট খুবই ভালো। বিরাট কোহলি এবং শচিন টেন্ডুলকার যে লিগ্যাসি তৈরী করেছে গিল তা ধরে রাখবে।’

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘বিরাটকে গ্রেফতার করবেন না, গুজরাত পুলিশকে অনুরোধ দিল্লি পুলিশের! কী করেছেন কোহলি?

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলার মাঝেই সমাজমাধ্যমে ভেসে উঠল দিল্লি পুলিশের আবেদন। তাতে গুজরাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *