Breaking News

বিয়ের পরই অবসর শাহিন আফ্রিদির? পাকিস্তানে জোর চর্চা

হাঁটুর চোট এখনও ভোগাচ্ছে। কিছুতেই পুরোপুরি সারছে না। আর সেকারণেই পাকিস্তান ক্রিকেট দলের পেস বোলার শাহিন আফ্রিদি ক্রিকেট থেকে আপাতত সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ২০২২ সালের অগাস্ট মাসে শ্রীলঙ্কা সফরে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন শাহিন। মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পাকিস্তান যখন হেরে গিয়েছিল, সেইসময় তাঁর চোটের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল।

Advertisement

এটা প্রশ্নাতীত যে বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের অন্য়তম সেরা পেসার হলেন শাহিন আফ্রিদি। ২২ বছর বয়সি এই ক্রিকেটার ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। ইতিমধ্যেই তিনি ২৫টি টেস্ট ম্যাচ খেলে ৯৯টি উইকেট শিকার করেছেন। এরমধ্যে চারবার তিনি পাঁচ উইকেট শিকার করেছেন।

এই হাঁটুর চোটের কারণেই ২০২২ সালে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। পাকিস্তান পেস ইউনিটের শিরদাঁড়া তাঁকে বলা যেতেই পারে। এরপর তিনি ২০২২ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে আবারও কামব্যাক করেছিলেন। তবে ফাইনাল ম্যাচ চলাকালীন আবারও তিনি চোটের কবলে পড়েন।

Advertisement

ইতিমধ্যেই হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন শাহিন। খানিকটা সুস্থও হয়ে উঠেছেন। বর্তমানে তিনি আসন্ন পাকিস্তান সুপার লিগের (PSL) প্রস্তুতি গ্রহণ করছেন। এই টুর্নামেন্টে তিনি লাহোর কলন্দরকে নেতৃত্ব দেবেন। প্রথম ম্যাচে মুলতান সুলতানের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন।

‘আমি নিজেই নিজেকে অনুপ্রাণিত করছি’ : শাহিন আফ্রিদি

Advertisement

চলতি মরশুমে শাহিন আফ্রিদিকে বেশ খানিকটা ক্লান্ত লাগছে। আর সেই জায়গা থেকেই তিনি ছেড়ে দেওয়ার কথা চিন্তা করছেন। পিসিবি ডিজিটালকে দেওয়া একটি ইন্টারভিউয়ে শাহিন আফ্রিদি বলেন, ‘এক একটা সময় আসে যখন মনে হয় যে সবকিছু ছেড়ে দিই। আমি একটা পেশির উপরেই অনুশীলন করছিলাম। এটা কিছুতেই সারার নাম নিচ্ছে না। রিহ্যাব সেশনের সময় প্রায়শই আমি নিজেই নিজেকে বলতাম যে অনেক হয়েছে, এর থেকে বেশি আমি আর পারব না।’

সঙ্গে তিনি এও যোগ করেছেন, ‘কিন্তু তারপর ইউটিউবে আমি নিজের বোলিং ভালো করে দেখতাম। কত ভালো বল করতাম, সেটা দেখতাম। তারপর নিজেকে আরও বেশি করে মোটিভেট করতাম। নিজেই নিজেকে বোঝাতাম যে আরও একটু বেশি চেষ্টা করলেই আমি ফিরে আসতে পারব। চোটের কারণে ক্রিকেট খেলতে পারছে না, একজন ফাস্ট বোলারের কাছে এটা অবশ্যই একটা হতাশাজনক ঘটনা’

Advertisement

টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই দেশের সমর্থকদের হতাশ করেছে পাকিস্তান। দলের বাঁ হাতি এই পেসারকে বাবর আজমরা যে যথেষ্ট মিস করেছেন তা বলা যেতেই পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হারার পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ০-০ ব্যবধানে ড্র করে মেন ইন গ্রিন ব্রিগেড। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা পাকিস্তানের সামনে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কারণ একটাও ম্যাচ তারা জিততে পারেনি।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘বাংলাওয়াশ’ হওয়ায় ইংল্যান্ডকে ধুয়ে দিয়েছে ব্রিটিশ মিডিয়া

সাদা বলের ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্র চার মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশরা। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *