অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজ মিলিয়ে বাবর আজমের থেকেও বেশি রান করেছেন ইমাম-উল-হক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজে বাবর আজমের ফর্ম নিয়ে বিস্তর চর্চা চলছে আন্তর্জাতিক ক্রিকেটমহলে। যে রকম ধারাবাহিকভাবে রান করে চলেছেন পাক দলনায়ক, যেভাবে প্রায় প্রতি ম্যাচেই রেকর্ড গড়ে চলেছেন, তাতে তাঁকে নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। তবে বাবরকে নিয়ে মাতামাতির মাঝে কোথাও একটা আড়ালে চলে গিয়েছেন ইমাম-উল-হক।
নাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজে ধারাবাহিকতার নিরিখে বাবর আজমের থেকে কোনও অংশে পিছিয়ে নেই ইমাম। পাক ওপেনারের সাম্প্রতিক ফর্ম চমকে দেওয়ার মতো। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কার্যত হাফ-সেঞ্চুরি ও সেঞ্চুরির ছড়াছড়ি ইমামের ব্যাটে। ডাবল সেঞ্চুরিও করেছেন শেষ ১০টি ম্যাচের মধ্যে, যা তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।