করাচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন বাবর আজম। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ালেও এখনও সেই করাচি টেস্ট নিয়ে আলোচনা চলছে। বিশ্বের রথী-মহারথীরা যে যার মতো করে পাকিস্তান অধিনায়কের অনিন্দ্যসুন্দর ইনিংসের মূল্যায়ন করছেন। বাবরের মহাকাব্যিক ইনিংসকে একবিংশ শতাব্দীর টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ইনিংসের তকম দিলো উইজডেন।
বাবরের এমন ধৈর্যশীল ইনিংসে ভীষণ উচ্ছ্বসিত ভক্ত-সমর্থকেরা। তাদের উল্লাসটাও ছিল বাঁধভাঙা। এক নারী ভক্ত তো বাবরকে বিয়ে করতে পাগলপ্রায়! পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভির সাংবাদিক বাবরের মহাকাব্যিক ইনিংস নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া জানতে চাইলে এক তরুণী ছটফট করতে থাকেন।
এর পর ক্যামেরার সামনে এসে অবলীলায় বলেন, আমি বাবর আজমের উদ্দেশে কিছু বলতে চাই। ওর সঙ্গে আমার দেখা করিয়ে দাও। নয়তো আমার আওয়াজ তাকে পৌঁছে দাও। সাংবাদিক তরুণীকে বলেন, ঠিক আছে, বলুন। বাবরকে কী বলতে চান। তরুণীর জবাব, আমি ওকে বিয়ে করতে চাই।
এ কথা বলেই ওই নারী ভক্ত ক্যামেরার সামনে থেকে সরে যান। পাশে থাকা অন্য সমর্থকদের তখন হাসাহাসি করতে দেখা যায়। একজন বলেন, মুশকিল, খুব মুশকিল। তরুণীর চাওয়া পূরণ হওয়া আক্ষরিক অর্থেই মুশকিল। বাবরের বিয়ে যে ঠিক হয়ে আছে! এ বছরই কোনো একসময় দাম্পত্যজীবন শুরু করবেন পাকিস্তান অধিনায়ক। হবু স্ত্রী তারই চাচাতো বোন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মুহূর্তে সিরিজ নির্ধারণী টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। নিজ শহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এ প্রথম টেস্ট খেলার সৌভাগ্য হলো তার।