তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এতে অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) লাহোরে প্রথমে ব্যাট করে ৩৪৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান। যা আনপ্রেডিক্টেবল দলটির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
অনন্য কীর্তির মূল নায়ক বাবর। ফলে প্রশংসায় ভাসছেন তিনি। তবে তার সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক সুপারস্টার শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘এই ম্যাচও জিতিয়ে মাঠ ছাড়তে পারেনি বাবর। আমি তাকে প্রকৃত ম্যাচ উইনার হিসেবে দেখার অপেক্ষায় আছি।’
দলীয় ৩০৯ রানে আউট হন বাবর। ওই সময় দারুণ ছন্দে ছিলেন তিনি। ওই অবস্থায় বর্তমান শীর্ষ সারির ব্যাটাররা খুব সহজেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তেন। সেখানে আবারও ব্যর্থ হন পাক রানমেশিন। ফলে ম্যাচ উইনারের তকমাটা এখনও পাচ্ছেন না!
সোশ্যাল মিডিয়া টুইটারে আফ্রিদি লেখেন, ‘অসাধারণ জয়! দারুণ শুরু করেছে বাবর। কিন্তু দলের জয়ের মুহূর্তে স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি সে। আবারও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়েছে। তাকে প্রকৃত ম্যাচ উইনার হিসেবে দেখতে চাই। তার পাশাপাশি খুশদিল শাহ, ইমাম উল হক, শাহিন শাহ আফ্রিদি দারুণ পারফরম করেছে। তারা আমাদের গর্বিত করেছে।’