Breaking News

পাক ক্রিকেট বাবরকে নয়া ৩৬০ ডিগ্রি বলায়, নেট পাড়ায় ক্ষোভ উগরালেন সূর্য ভক্তরা

পাকিস্তান ক্রিকেটে প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। যে কারণে ভক্তরা প্রতিদিন বিনোদনের সামগ্রী পেয়ে যান। সম্প্রতি যেমন ক্রিকেট পাকিস্তান তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ‘বাবর আজম, দ্য নিউ মিস্টার 360’ ক্যাপশন সহ বাবরের নেটে ব্যাটিং করার একটি ভিডিয়ো শেয়ার করেছে। যা নিয়ে শুরু হয়েছে নতুন করে চর্চা।

Advertisement

ভিডিয়োতে বাবর আজমকে ভারতীয় সুপারস্টার সূর্যকুমার যাদবের মতো ব্যাট করতে বা সূর্যের মতো ব্যাট করার চেষ্টা করতে বাবরকে দেখা গিয়েছে। আর এই ভিডিয়ো দেখার পর থেকে বাবর আজমকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে চলেছে।

ব্যাটসম্যান হিসেবে বাবর আজম ও সূর্যকুমার যাদব একেবারে আলাদা। একজন নিজের মেজাজে মারকুটে ভঙ্গিতে যেখানে খুশি বল হাঁকান, অন্যজন ক্রিকেটের অভিধানে লেখা শট খেলেন। বাবর আজম সব ফর্ম্যাটেই তারকা। তিনি পাকিস্তান টিমের অধিনায়কও। অন্য দিকে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে বিশেষ ভাবে পারদর্শী। তবে এখন ওডিআই এবং টেস্টে তাঁর জায়গা শক্ত করার চেষ্টা করছেন। বাবরকে বারবার বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়ে থাকে।

Advertisement

এ দিকে সূর্যকুমার যাদবকে এখন ‘দ্য মডার্ন-ডে মিস্টার ৩৬০ ডিগ্রি’ বলা হয়ে থাকে। মাঠের চতুর্দিকে তাঁর শট খেলার ক্ষমতার কারণে এই নামকরণ হয়েছে স্কাইয়ের। ফ্লিক, ল্যাপ, র‌্যাম্প শট… সব ধরনের শটই খেলতে দেখা যায় সূর্যকুমারকে।

পাকিস্তান ক্রিকেটের শেয়ার করা ভিডিয়োতে বাবরকে কিছু ভিন্ন শট খেলতে দেখা গিয়েছে। বাবরকে ফাইন লেগে কিছু স্কুপ খেলতে দেখা গিয়েছে। পাকিস্তান ক্রিকেটের টুইটার হ্যান্ডেলে এই ভিডিয়োটি দেখার পরে, ভারতীয় ভক্তরা, বিশেষ করে সূর্যের ভক্তরা বাবর আজমকে প্রচুর ট্রোল করছেন।

Advertisement

অল্প সময়ের মধ্যে, সূর্য নিজের বিশাল একটি ফ্যান-ফলোয়িং তৈরি করে ফেলেছে। ভারতে অভিষেক হওয়ার ২ বছরেরও কম সময়ের মধ্যে সূর্যকুমার যাদব নিজেকে একেবারে আলাদা একটি জায়গায় নিয়ে গিয়েছে। এ দিকে বাবরের নিজস্ব সমর্থক আছে কিন্তু তাঁর ব্যাটিংয়ের সমালোচনা করে, এমন নিন্দুকেরাও রয়েছেন। বাবরকে ৩৬০ ডিগ্রি বলার পরে ট্রোলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।

সূর্যকুমার আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন, আর বাবর ওয়ানডে-তে একই পুরস্কার পেয়েছেন। অন্যদিকে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি সহ দু’টি আইসিসি পুরস্কার জিতেছেন বাবর।

২০২২ মরশুমে একটি দুর্দান্ত ছন্দে ছিলেন – ম্যাচে ৪৬.৫৬ গড়ে এবং ১৮৭.৪৩ স্ট্রাইক-রেটে ১১৬৪ রান করেছেন। যার মধ্যে তিন মাসের ব্যবধানে দু’টি সেঞ্চুরি রয়েছে। তিনি দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে ১০০০-এর বেশি রান করেছেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বছরটি শেষ করেছেন। অন্যদিকে বাবর স্যার গারফিল্ড সোবার্স ট্রফি সহ দুটি আইসিসি পুরস্কার জিতেছেন।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘একটা সেশন ছাড়া দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়া’, হাস্যকর দাবি করলেন ম্যাক্সওয়েল

ভারত সফরে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে পিছিয়ে রয়েছ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *