Breaking News

পাঁচ বছর পর টেস্ট দলে ফিরলেন ম্যাক্সওয়েল

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না ট্রাভিস হেড। লঙ্কানদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে শঙ্কা আছে। যদিও তিনি স্কোয়াডে আছেন। টেস্ট সিরিজে হেড অনিশ্চিত থাকায় এবার স্কোয়াডে যোগ করা হয়েছে গ্লেন ম্যাকওয়েলকে।

দীর্ঘদিন ধরে সাদা পোশাকের ক্রিকেটে নেই ম্যাক্সওয়েল। সময়ের হিসেবে তা প্রায় পাঁচ বছর। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন এই অলরাউন্ডার। এরপর বাকি দুই ফরম্যাটে দলের নিয়মিত সদস্য হলেও টেস্ট ক্রিকেটে ছিলেন বিবেচনার বাইরে।

তবে এবার হেডের চোট আর এশিয়ার মাটিতে খেলা হওয়ায় তার উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। মূলত স্পিনারদের বিপক্ষে ভালো খেলায় এবং তার ডানহাতি অফস্পিন কার্যকরী হতে পারে বলে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড।

ম্যাকডোনাল্ড বলেন, ‘তার (ম্যাক্সওয়েল) উপমহাদেশে দারুণ রেকর্ড আছে এবং ভারতে বিশেষ করে রাঁচিতে সেঞ্চুরি করেছে এবং সে অফ-স্পিন করতে পারে।’

২৯ জুন শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই। দুটো টেস্টই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুয়াপসন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

হাফ-সেঞ্চুরিতে মন ভরেনি, কাউন্টিতে দুর্দান্ত শতরান মহম্মদ রিজওয়ানের

দ্বিতীয় দিনেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তবে হোভের এমন ব্যটিং স্বর্গে অর্ধশতরানে মন ভরেনি মহম্মদ …

Leave a Reply

Your email address will not be published.