Breaking News

পর পর জঘন্য ওভার! আর্শদীপকে বাদ দেওয়ার পথে টিম ম্যানেজমেন্ট?

প্রথম ম্যাচে হারের পর লখনউতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত। বছরের শুরুটা ভালো করলেও তারপর খেই হারিয়ে ফেলে একাধিক প্রশ্নের মুখে হার্দিক পান্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং, প্রশ্নের তালিকাটা দীর্ঘ। দ্বিতীয় ম্যাচে সেই প্রশ্নের উত্তর বের করতে না পারলে সমস্যায় পড়তে হবে ভারতকে। এই পরিস্থিতিতে সবথেকে চিন্তার হচ্ছে আর্শদীপ সিংয়ের বোলিং। প্রথম ম্যাচে লজ্জাজনক বোলিং করেছেন তিনি। এক ওভারে ২৭ রান দিয়ে ম্য়াচটা বিপক্ষকে উপহার দিয়েছেন। ২১ রানে ম্যাচটা জিতেছে নিউ জিল্যান্ড। যাদের ওডিআই সিরিজে পরাস্ত করেছিল ভারত, তাদের কাছেই হার দিয়ে টি-২০ শুরু করতে হয়েছে।

Advertisement

এই প্রথম নয়। এর আগে একাধিক ম্যাচে আর্শদীপ সিং নো বল করেছেন। প্রতিটা ম্যাচে নো বল করাটা তাঁর কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। এর খেসারত দিতে হচ্ছে দলকে। প্রথম ম্যাচে আর্শদীপের খারাপ ফর্মকে হাল্কাভাবে নিচ্ছেন না হার্দিক পান্ডিয়া ও রাহুল দ্রাবিড়। জানা যাচ্ছে, দ্বিতীয় ম্যাচে বসানো হতে পারে আর্শদীপ সিংকে।

আর্শদীপের খারাপ ফর্ম

Advertisement

২৪টা ম্যাচে আর্শদীপ ২১টা ওয়াইড ও ১৫টা নো বল করেছেন।

যার মানে আর্শদীপ ৩৬টা অতিরিক্ত বল করেছেন। অর্থাৎ ৬টা অতিরিক্ত ওভার করেছেন।

Advertisement

ভারতে হয়ে সবথেকে বেশি নো ও ওয়াইড বল করার দিক থেকে আর্শদীপ সিং আপাতত শীর্ষে রয়েছেন।

কেন অতিরিক্ত রান দিচ্ছেন আর্শদীপ?
মহম্মদ কাইফ ভারতের প্রথম ম্যাচের পর একটি সাক্ষাৎকারে বলেন, “আর্শদীপের রান আপের কারণে ও নো বল করছে বেশি। ও নিজের এনার্জি শেষ করছে সেখানে। আসল কারণ হচ্ছে ওর রান আপ। ও অতিরিক্ত সাইড বদলায়, ফলে ও ঘেঁটে যায়।”

Advertisement

আর্শদীপের বদলে কে?
আর্শদীপ সিংয়ে বসিয়ে দিলে বিকল্প রয়েছে ভারতের হাতে। সেক্ষেত্রে মুকেশ কুমারকে সুযোগ দেওয়া হতে পারে। বা অতিরিক্ত স্পিনার খেলানো হতে পারে। সেক্ষেত্রে আর্শদীপের জায়গায় সুযোগ পেতে পারেন যুজবেন্দ্র চাহাল। ফলে কুলদীপের সঙ্গে তিনি বিপক্ষের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। কুল-চা জুটি অতীতে ভারতকে একাধিক সাফল্য এনে দিয়েছে। সিরিজে ফিরতে এই জুটির উপরেই ভরসা করতে পারে।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘বিরাটকে গ্রেফতার করবেন না, গুজরাত পুলিশকে অনুরোধ দিল্লি পুলিশের! কী করেছেন কোহলি?

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলার মাঝেই সমাজমাধ্যমে ভেসে উঠল দিল্লি পুলিশের আবেদন। তাতে গুজরাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *