চেন্নাই সুপার কিংস মানেই আইপিএলে অন্যমাত্রা। এই দলই হল তিনবারের চ্যাম্পিয়ন এবং সবসময়ের সুপারহিট। যদিও শেষ তিন ম্যাচ ভালো করতে পারেনি তবে রয়েছে জলক এবারের আইপিএলে। টিম হয়েছে অন্য যেকোন বারের চেয়ে অদিকতর শক্তিশালী ইউনিট এবং সামিঞ্জসতা। ২০২১ আইপিএলে দলে নিয়ে খুশি সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি৷ জয়ের ব্যাপারেও রয়েছে আশাবাদ।
মহেন্দ্র সিং ধোনি আইপিএলের শুরুতেই ছিলেন চেন্নাইয়ের রাজা আর এখনো আছেন এই দলে এনে দিয়েছেন তিনবারের জয়, তাই এবারো এর ব্যাতিক্রম হবে না বললেন ধোনি। মাইক হাসির মতে তারকা বরপুর এই ম্যাচে ধোনির নেতৃতেই আবারো চ্যাম্পীয়ন হবেন তার দল। দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজিকে তিনটি আইপিএল ট্রফিও দিয়েছেন মাহি৷
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সফলতম (মুম্বই ইন্ডিয়ান্সের পর) দল সিএসেকে৷ কিন্তু গত আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল ধোনি অ্যান্ড কোং৷ আইপিএলের ইতিহাসে সুপার কিংসের প্রথমবার এত খারাপ ফল হয় ৷
এবার সবকিছু ভূলে সামনে তাকাতে চায় সিএসকে৷ মজার ব্যাপার হলো এবার কোনও দলই হোম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না৷ ফলে মুম্বই ইন্ডিয়ান্স যেমন তাদের প্রথম কয়েকটি ম্যাচ খেলবে চেন্নাইয়ে, ঠিক তেমনই চেন্নাই সুপার কিংসও তাদের প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচ খেলবে মুম্বইয়ে৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে মুব্বাইয়ের। এই ম্যাচটির দিকে তাকিয়ে আছেন সকল বিশ্লেষকসহ খেলোয়াড়েরা।
দিল্লি ক্যাপিটালস ১০ ই এপ্রিল খেলবে সুপার কিংসের সাথে। এ নিয়ে চলছে টান টান উত্তেজনা। এ নিয়ে বেশ কঠিন সময় এবং পরিকল্পনা করছেন টিমের সকল মেম্বাররা। ক সাক্ষাৎকারে হাসি বলেন, আমার মনে হয়, এবার আমাদের দল অত্যন্ত ব্যালেন্ডস৷ দলের প্রতিটি বিভাগেই গভীরতা রয়েছে৷ ছেলেদের প্রস্তুতিটা দারুণ হয়েছে৷’ মুম্বই উড়ে আসার আগে চেন্নাইয়ে বেশ কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প করেছিল সুপার কিংস৷ শুধু তাই নয়, প্রথম দল হিসেবে প্র্যাকটিস শুরু করেছিল ধোনি অ্যান্ড কোং৷
ব্যাটিং প্রসঙ্গে কথা বলেন হাসি যেখানে উল্লেখ করেন নানা তথ্য ,মোয়েন (আলি) দারুণ অল-রাউন্ডার৷ রবিন (উথাপ্পা) একজন অভিজ্ঞ ব্যাটসম্যান ও দারুণ পারফর্মার৷ আর গৌতম এখন আরও পরিণত৷’ এবারের নিলামে এই তিন জনকে কিনেছে সিএসকে৷ ভালো শুরু হলে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন এই কোচ।