২০২০ সালের ১৫ অগস্ট সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। চমক ছিল ঠিক তার পরেই। কেননা ধোনি অবসর ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্যাস নেওয়ার কথা জানিয়ে দেন সুরেশ রায়নাও। একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হয় দু’টি বর্ণোজ্জ্বল অধ্যায়।
মাঠে ও মাঠের বাইরে ধোনি-রায়নার রয়ায়নের কথা কারও অজানা নয়। তবে কেন ধোনির সঙ্গে একই দিনে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন সুরেশ, সে সম্পর্কে তিনি নিজে এতদিন স্পষ্ট করে কিছু জানাননি। অবশেষে এ প্রসঙ্গে মুখ খোলেন রায়না।
Sports Tak-এর সাক্ষাৎকারে এই নিয়ে রায়না যা বলেন, তা অবশ্য চমকে দিতে পারে ক্রিকেটপ্রেমীদের। কেননা সুরেশের দাবি, তিনি ধোনির জন্য খেলতে নামতেন, দেশের জন্য পরে। রায়নার কথায়, ‘আমরা একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। আমি ভাগ্যবান যে, ওর (ধোনির) সঙ্গে ভারতীয় দলে এবং চেন্নাই সুপার কিংসে খেলতে পেরেছি। আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি গাজিয়াবাদ থেকে উঠে এসেছি, ও এসেছে রাঁচি থেকে। আমি ধোনির জন্য খেলতাম, দেশের জন্য পরে। আসল কথা হল এটাই।’
রায়না আরও বলেন, ‘আমরা বহু ফাইনাল খেলেছি। বিশ্বকাপ জিতেছি একসঙ্গে। ও একজন মহান নেতা এবং অসাধারণ মানুষ।’