ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তারা ৪টি শিরোপা ঘরে তুলেছে। যদিও এবারের আসর শুরুর আগে হুট করেই ধোনি নেতৃত্ব তুলে দিয়েছেন রবীন্দ্র জাদেজার হাতে।
অবশ্য অধিনায়ক হিসেবে তার যাত্রাটা ভালো হয়নি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছে দলটি। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই তাদের একের পর এক ম্যাচে হারতে হচ্ছে। এমন অবস্থায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ধোনিকেই দলের ফিল্ডিং ও বোলিং পরিবর্তন করতে দেখা গেছে। এই বিষয়টি ভালো ভাবে নেননি সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। তার কাছে ধোনির ছায়া অধিনায়কত্ব ‘দৃষ্টিকটু’ লেগেছে।
এমনটা ধারাবাহিকভাবে হলে অধিনায়ক রবীন্দ্র জাদেজা আত্মবিশ্বাসহীনতায় ভুগতে পারেন বলে মনে করেন তিনি। সম্প্রতি ক্রিকবাজের এক আড্ডায় বিশেষজ্ঞ হিসেবে হাজির ছিলেন অজয় জাদেজা এবং পার্থিব প্যাটেল। যেখানে রবীন্দ্র জাদেজাকে সমর্থন যুগিয়েছেন প্যাটেল। আর ধোনি আবার তার নেতৃত্ব ফিরে পেতে চাইছেন বলে মন্তব্য করেছেন জয় জাদেজা।
তিনি বলেন, ‘বিষয়টি কোয়ালিফিকেশনের হলে বুঝতাম। তাহলে বিষয়টিতে যুক্তি থাকত যে ছেড়ে দেওয়া অধিনায়কত্ব, রাজত্ব তুমি ফের ফিরিয়ে নিতে চাইছ। আমি ধোনির সবথেকে বড় সমর্থক। তাও বলব গ্রুপের শেষ ম্যাচ হলে বা ডু আর ডাই পরিস্থিতি হলে এটা মেনে নেওয়া যেত। তবে মরশুমের দ্বিতীয় ম্যাচেই এটা ঘটল!’ ধোনির অযথা হস্তক্ষেপের সমালোচনা করে অজয় জাদেজা বলেন, ‘দেখুন এখানে রবীন্দ্র জাদেজা অধিনায়ক বলে আমি এটা বলছি না।
একজন ক্রিকেট সমর্থকের কাছে ও বিষয়টি অদ্ভুত। জাদেজা সবসময় তোমার সামনেই ছিল তাও তুমিই গেম কন্ট্রোল করছ! ধোনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার তা সত্বেও বলতে বাধ্য হচ্ছি যা দেখেছি তাতে আমি একেবারেই খুশি নই’।