অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ইনিংসে রেকর্ড রান তাড়া করে জয় তুলে নিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের রেকর্ড গড়া জয়ে অন্যতম অবদান অধিনায়ক বাবর আজমের। দলকে জয় এনে দিয়ে পাকিস্তান অধিনায়ক নিজেও গড়েছেন কয়েকটি রেকর্ড।
এদিন বাবার ৭২ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি। এতে বাবর দ্রুততম ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি সেঞ্চুরির রেকর্ড গড়েন। তিনি সব থেকে কম ৮৩টি ইনিংসে ১৫ নম্বর ওয়ানডে সেঞ্চুরি করলেন। এর আগে এ রেকর্ডটি ছিল প্রোটিয়া কিংবদন্তী হাশিম আমলার। তিনি ৮৬টি ইনিংসে ১৫টি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন।
আর এশিয়ানদের মধ্যে ভারতের বিরাট কোহলি এতোদিন শীর্ষে ছিলেন। বর্তমানে দ্রুততম ১৫ সেঞ্চুরি করার তালিকার তার অবস্থান তৃতীয় স্থানে। তবে ইনিংস সংখ্যার নিরিখে বাবরের ধারে-কাছেও নেই তিনি। কোহলি ১০৬টি ইনিংসে ১৫টি ওয়ানডে সেঞ্চুরি করেন। ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান ১০৮টি করে ইনিংসে ১৫টি করে ওয়ানডে সেঞ্চুরি করেছেন।
অন্যদিকে অধিনায়ক হিসেবে ১১ ম্যাচে তার সেঞ্চুরি হলো চারটি। পাকিস্তানের কোনো অধিনায়কের যা সর্বোচ্চ। আজহার আলির আছে ৩টি, ইনজামাম উল হক ও শহিদ আফ্রিদি করেন ২টি করে। অজিদের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করা প্রথম পাকিস্তান অধিনায়ক তিনি। ১৯৯০ সালে ব্রিজবেনে ইমরান খানের ৮২ রান ছিল এর আগের সর্বোচ্চ। এদিন ৮৩ বলে ১১ চার ও এক ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা পাকিস্তান অধিনায়ক।
এছাড়াও পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হতে সামনে শুধুই পাক কিংবদন্তী সাঈদ আনোয়ার। তাকে টপকাতে পারলেই পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ শতকের রেকর্ড গড়বেন বাবর আজম। পাকিস্তানের হয়ে ২৪৪ ইনিংসে ২০ শতক করেন সাবেক ওপেনার সাঈদ আনোয়ার। বাবর কত দ্রুত তাকে টপকে যাওয়ার পথে আছেন বুঝিয়ে দেবে পরিসংখ্যান।
তবে বাবর যেভাবে এগিয়ে যাচ্ছে কে জানে হয়তো ইনিংস সংখ্যা ১০০ ছোয়ার আগেই ভেঙে ফেলতে পারেন সাঈদ আনোয়ারের রেকর্ড! গত তিন বছরে বাবরের ওয়ানডে ব্যাটিংগড় ৭০ এর বেশি। প্রায় একশর কাছাকাছি স্ট্রাইকরেট ধরে রেখে এ সময় ৭টি শতক তুলে নিয়েছেন। তাই সম্ভাবনাটা একদম উড়িয়ে দেয়া যায় না।
এমন সব কীর্তি গড়ার দিনে ইংল্যান্ড থেকেও সুখবর পেয়েছেন বাবর। এ বছর ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টের ড্রাফটে স্বাভাবিকভাবেই সবচেয়ে দামি খেলোয়াড়দের কাতারে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ১ লাখ ২৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে বাবরের। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১ কোটি ৪১ লাখ টাকা।
অজিদের ৩৪৮ রান তাড়া করে দলকে জেতানো ইনিংসের পর বাবর বলেছেন, ‘নিজের শহরে শতক তুলে নিতে পেরে গর্ব লাগছে। আগের ম্যাচটা হারের পর আজ দলের জন্য আমার পারফর্ম করা দরকার ছিল। সবার মধ্যেই আজ আত্মবিশ্বাস ছিল। দারুণ দলীয় প্রচেষ্টা থেকেই জয়টা এসেছে।’
Fitting celebration for a @babarazam258 ODI 100.
He is so good to watch today (and everyday) 👏🏼#BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/toP8CaSf0U— Pakistan Cricket (@TheRealPCB) March 31, 2022
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৫টি সেঞ্চুরি (শীর্ষ পাঁচ)
৮৩ ইনিংস – বাবর আজম (পাকিস্তান)
৮৬ ইনিংস – হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
১০৬ ইনিংস – বিরাট কোহলি (ভারত)
১০৮ ইনিংস – ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
১০৮ ইনিংস – শিখর ধাওয়ান (ভারত)