Breaking News

দীনেশ কার্তিক যে টি-২০ বিশ্বকাপ দলে থাকার অন্যতম দাবিদার, বলেই দিলেন দ্রাবিড়

সদ্য শেষ হওয়া আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন দীনেশ কার্তিক। ব্যাট হাতে আরসিবির হয়ে একের পর এক ম্যাচে তিনি ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাফল্যের সঙ্গে। তার পুরস্কারস্বরূপ তিনি জাতীয় সিনিয়র দলে ফের জায়গা করে নিয়েছেন। জায়গা ফিরে পাওয়াই শুধু নয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। তার পারফরম্যান্সে যথেষ্ট খুশি দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তার মতে দীনেশ কার্তিকের কারণেই টি-২০ বিশ্বকাপের আগে ভারতের হাতে একাধিক বিকল্প উঠে এসেছে।

আসন্ন ইংল্যান্ড সিরিজের পরপরেই ১৮-২০ জন ক্রিকেটারের কোর গ্রুপ টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি করতে চাইছেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের মতে টি-২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের প্রথম ১৫তে জায়গা পেতে গেলে অসাধারণ পারফরম্যান্স করে তবেই জায়গা পেতে হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে রাহুল দ্রাবিড় জানান ‘সত্যিই এটা দেখা ভালো লাগছে যে দীনেশ কার্তিক বেশ ভালো পারফরম্যান্স করছে। ওকে যে কারণে দলে নেওয়া হয়েছে সেটাই ও ভালোভাবে করছে। এটা খুব ভালো। সামনের দিকে এগিয়ে যেতে দীনেশ কার্তিকের এই ফর্মের কারণে আমাদের সামনে একাধিক বিকল্প খুলে গিয়েছে।’

দ্রাবিড় আরও জানান ‘ওকে (কার্তিক) দলে নেওয়া হয়েছে সেই কারণে যে কাজটা ও ভালোভাবে করছে শেষ ২-৩ বছর ধরে (আইপিএল)। রাজকোটে সেটাই আমরা দেখতে পেরেছি।’ উল্লেখ্য রাজকোটে ২৭ বলে ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কার্তিক। বলা বাহুল্য তার এই ইনিংসে ভর করেই চতুর্থ টি-২০ ম্যাচ জিতে ভারত সিরিজে সমতা ফিরিয়েছিল। দ্রাবিড় জানান ‘শেষ পাঁচ ওভারে আমাদের ওই অসাধারণ পারফরম্যান্সটা দরকার ছিল। ও (কার্তিক) আর হার্দিক অসাধারণ খেলেছিল। ইনিংসের শেষ দিকে এই দুজনেই আমাদের হয়ে ফিনিশারের ভূমিকাটা পালন করে।’

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

আবারও চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

দল একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে। অধিনায়ক হিসেবে নিজেও খুব একটা ভালো করতে পারছিলেন …

Leave a Reply

Your email address will not be published.