মাত্র ৪৮ ঘন্টা আগে আইপিএলে প্রথমবার পাওয়া সুযোগটা হাতছাড়া করেছেন তাসকিন আহমেদ। মার্ক উডের বদলি হিসেবে খেলতে পারতেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। বুধবার তাসকিনের জায়গায় অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাইকে দলভুক্ত করেছে লখনউ। একই দিনে দেশের হয়ে বিধ্বংসী বোলিং করেছেন তাসকিন।
সেঞ্চুরিয়নে তার আগুণে বোলিংয়ে পুড়ে ছাই প্রোটিয়ারা। ৩৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে তাসকিন। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৯ উইকেটের হারিয়ে ২-১ এ সিরিজ জিতেছে টাইগাররা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও উঠে এসেছে তাসকিনের আইপিএল প্রসঙ্গ। বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, পুরস্কার বিতরণীতে তিনি তাসকিনকে বলেছেন, এটাই তোর আইপিএল।
তামিম বুধবার বলেছেন, ‘দেশের হয়ে খেলার মতো বড় কিছু নেই। কোনো কিছুই আপনাকে এর চেয়ে বেশি অনুপ্রেরণা জোগাতে পারবে না। তাসকিন আইপিএলে খেলার দারুণ একটা সুযোগ পেয়েছিল। সে তরুণ, ওর জন্য অনেক বড় একটা ব্যাপার এটি। আপনি সাধারণত এমন সুযোগ হারাতে চাইবেন না।’
দেশকে এত বড় অর্জন এনে দেয়ার পর আইপিএল নিয়ে আক্ষেপ নেই তাসকিনেরও। তামিম সাংবাদিকদের জানিয়েছেন, ‘সে খুশি, দেশের জন্য খেলেছে। সে যখন পুরস্কার বিতরণীতে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেল, আমি ওকে বলেছি, এটাই তোর আইপিএল। এটা আইপিএলের চেয়েও বড়। সে আমার সঙ্গে একমত হয়েছে।’