বছরটা ভালোই কাটছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের। এ বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় দিয়ে শুরু করেছিল টাইগাররা। ওই জয়ের ফলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে জয় লাভ করে বাংলাদেশ।
এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে তামিম বাহিনী। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস রচনা করে ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে টাইগাররা। তাইতো এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু করতে চান অধিনায়ক মোমিনুল হক।
সেই সাথে একসাথে খেলতে পারলে বাংলাদেশ অনেক বিপদজনক দল হিসেবে বলেছেন মমিনুল। গতকাল দক্ষিণ আফ্রিকায় মমিনুল হক বলেন, “ইট ওয়াজ আউটস্টান্ডিং। টিম ওয়াইজ খেলতে পারলে ওয়ানডে বলেন বা টেস্ট আমরা খুব বিপজ্জনক টিম। এই সিরিজে সেটা আরও একবার প্রমাণ হয়েছে। ফরম্যাট পরিবর্তন হলেও আশা করি খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেক কাজে দিবে।”
এরপরই প্রোটিয়াদের পুরো পাঁচদিন ধরে ডমিনেট করতে চান জানিয়ে মুমিনুল আরও যোগ করেন, “এই সিরিজে ভালো কিছু শুরুর বিষয়ে আত্মবিশ্বাসী আমি। অধিনায়ক হিসেবে সবসময় জয় চাই। আগে যা হয়েছে এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। প্রথম ম্যাচ থেকেই আমি অনেক ফোকাসড। পাঁচ দিন কীভাবে ডমিনেট করে খেলতে পারি এই চিন্তা করছি।”