বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ক্লাবের নেতৃত্বে ছিলেন ওয়ার্ন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন আইপিএলে রাজস্থান রয়্যালসে থাকা অবস্থায়। রয়্যালসে অধিনায়কত্ব থাকা অবস্থায় একদিন রবীন্দ্র জাদেজা এবং ইউসুফ পাঠানকে শাস্তি দিয়েছিলেন অনুশীলনে দেরিতে আসার কারণে।
২০০৮ সালের প্রথম আইপিএলে ওয়ার্নের অধীনে শিরোপা জেতে রাজস্থান রয়্যালস। সেসময় ভারতের লিগে পাকিস্তানের খেলোয়াড়দেরও খেলার সুযোগ ছিল। আর তখন রাজস্থানে খেলতেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমাল। প্রথম আসরের আইপিএলে ওয়ার্নের শাস্তির মুখে পরেছিলেন ভারতের দুই খেলোয়াড় রবীন্দ্র জাদেজা ও ইউসুফ পাঠান। অনুশীলনে দেরিতে আসার কারণে তাদের এক অভিনব শাস্তি দিয়েছিলেন ওয়ার্ন।
এক সাক্ষাৎকারে কামরান বলেন, ‘ইউসুফ পাঠান এবং রবীন্দ্র জাদেজা অনুশীলনে আসতে একটু দেরি করেছিলেন। তবে তখন ওয়ার্ন কিছু বলেননি। এমন কী আমিও দেরি করেছিলাম। কিন্তু আমার দেরি একটু কম হওয়ায় ওয়ার্ন আমাকে কিছু বলেনি। অনুশীলন শেষ হওয়ার পর আমরা যখন স্টেডিয়াম থেকে ফিরছিলাম, তখন ওয়ার্ন ড্রাইভারকে বাস থামাতে বলেন। তারপর তিনি জাদেজা এবং ইউসুফের দিকে তাকিয়ে বলেন, তোমরা পায়ে হেঁটে হোটেলে এসো।’
শুধু তাই নয়, টিম মিটিংয়ে দেরি করলে ২৪ ঘণ্টা পিঙ্কি নামের একটি পুতুল বহন করতে হতো খেলোয়াড়দের। কামরান আকমাল বলেন, ‘কেউ টিম মিটিংয়ে দেরি করে আসলে তাকে ২৪ ঘণ্টা পিঙ্কি নামের একটি পুতুল বহন করতে হতো! টিম মিটিং, স্পন্সরদের সঙ্গে দেখা-সাক্ষাৎ কিংবা কোনো অনুষ্ঠান থাকলেও সেই পুতুলটি বহন করতে হতো।’
আইপিএলে প্রথম আসরের পর আর শিরোপা জেতা হয়নি রাজস্থানের। মাঝে একবার সেমিফাইনালে উঠলেও সেখানেই থামে তাদের যাত্রা। এবারের আইপিএলে শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের সাথে না থাকলেও তার স্মৃতি থাকবে দলের সাথে।