ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি ও তার স্ত্রীর মা নার্গিস বেগম।
শুক্রবার ভোর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাকিবের শাশুড়ি নার্গিস বেগম। শনিবার নরসিংদীটিতে দাফন করা হবে তাঁকে। পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবশ্য দেশে আসতে পারবেন না সাকিব।
গত ১ এপ্রিল বড় কন্যা আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। আলাইনার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় তাঁকে নিয়ে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে সাকিবকে। সাকিব না থাকলেও বাংলাদেশেই রয়েছেন তার স্ত্রী শিশির, ছোট মেয়ে ও একমাত্র ছেলে।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন সাকিবের শাশুড়ি নার্গিস বেগম। সপ্তাহ তিনেক আগে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শুধু তার শাশুড়িই নয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তার পরিবারের সদস্যরাও। সে সময় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলছিলেন সাকিব।
ওয়ানডে সিরিজ শেষ করেই পরিবারের পাশে থাকতে বাংলাদেশে এসেছিলেন দলের এ অভিজ্ঞ অলরাউন্ডার।
উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রেই মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ।