বিরাট কোহলিকে পিছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ ব্যাটিং গড়ের মালিক পাকিস্তানের বাবর আজম। ৩১৪ রান তাড়ায় প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭২ বলে ৫৭ রানের ইনিংস খেলে সমালোচিত হয়েছিলেন বাবর আজম, হেরেছিল দল।
তবে পরের ম্যাচেই ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়ে রান তাড়ার নতুন রেকর্ড গড়ে পাকিস্তানের ঐতিহাসিক জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, খেলেছিলেন ৮৩ বলে ১১৪ রানের দুরন্ত ইনিংস। লাহোরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতেও বজায় থাকলো বাবরের আধিপত্য। ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের রীতিমতো শাসন করে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ১২ চারে ১১৫ বল মোকাবিলায় ১০৫* রানের নিখুঁত ইনিংস খেলে
শনিবার দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন পাকিস্তানের কাপ্তান, নিশ্চিত করেছেন ২০ বছর বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়।অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এই সেঞ্চুরির মধ্য দিয়ে সেঞ্চুরির একাধিক দুর্দান্ত রেকর্ডে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন বাবর আজম। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ গড়ের বাদশাহী রেকর্ডও নিজের করে নিয়েছেন পাকিস্তানের কাপ্তান।
যেখানে তিনি পিছনে ফেলেছেন ভারতের বিরাট কোহলিকে। ওয়ানডে ক্রিকেটে অন্তত ৪০ ইনিংস ব্যাট করেছেন এবং ২০০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে এখন সর্বোচ্চ ব্যাটিং গড় ২৭ বছর বয়সী বাবর আজমের। শনিবারের সেঞ্চুরির পর এই ফরম্যাটে এখন পর্যন্ত খেলা ৮৩ ইনিংস শেষে পাকিস্তান অধিনায়কের ব্যাটিং গড় দাঁড়িয়েছে ৫৯.২ এ। যেখানে এতদিন এই তালিকার শীর্ষে থাকা বিরাট কোহলির গড় ৫৮.০৭।
প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর পর তৃতীয় ওয়ানডে শনিবার ৬ চার আর ১ ছক্কায় ১০০ বলে ৮৯* রানে অপরাজিত ইনিংস খেলেছেন ইমাম-উল-হক। যার সুবাদে সর্বোচ্চ ব্যাটিং গড়ের এই তালিকায় ৩ নম্বরে এখন পাকিস্তানের বাঁহাতি এই ওপেনার। তার বর্তমান ব্যাটিং গড় ৫৩.৯৭।