কাশ্মীর থেকে উঠে এসে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের আশপাশে বল করছেন ভারতীয় তরুণ তারকা উমরান মালিক। ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে তার বলের গতি দেখে প্রশংসা করেছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী ও অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রেট লি।
তবে পাকিস্তানের সাবেক তারকা পেসার সোহেল খান বলেন, উমরান মালিক ভালো বোলিং করে। ওর দুই-একটা ম্যাচ আমি দেখেছি। জোরে দৌড়ায়, নিয়ন্ত্রণও রাখতে পারে। তবে আপনি যদি ঘণ্টায় ১৫০ থেকে ১৫৫ কিলোমিটারের বেশি গতির বোলারের কথা বলেন, আমি আপনাকে এখনই পাকিস্তানের টেপ টেনিস বলে ক্রিকেট খেলে এমন ১২ থেকে ১৫ জন বোলারকে দেখাতে পারব। আপনি লাহোর কালান্দার্সের ট্রায়ালে গেলে এ রকম অনেক বোলার খুঁজে পাবেন।
২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলা সোহেল খান আরও বলেন, উমরান মালিকের মতো বোলার আমাদের ঘরোয়া ক্রিকেটে প্রচুর আছে। যারা ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়ে উঠে আসে, ওরা একেকজন সত্যিকারের বোলার হয়ে ওঠে। যেমন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফরা আছে। এ ধরনের আরও নাম বলতে পারব আমি।
কিছুদিন আগে উমরানকে নিয়ে পাকিস্তানের আরেক সাবেক তারকা পেসার আকিব জাভেদ বলেন, উমরান মালিক হারিস রউফের মতো অতটা ট্রেনিং পায়নি। ওয়ানডেতে যদি উমরানকে দেখেন, প্রথম স্পেলে সে হয়তো ঠিকই ১৫০ কিলোমিটারের আশপাশে বল করছে, কিন্তু সপ্তম কিংবা অষ্টম ওভারে সেটাই নেমে আসছে ঘণ্টায় ১৩৮ কিলোমিটারে।