Breaking News

আক্রমণাত্মক রাহুলকে দেখা যাবে এবারের আই পি এলে

এবার আইপিএলের বরপুত্র হবেন আক্রমণাত্মক রাহুল

Advertisement

রাহুলের ব্যাটে ধামকা দেখেছিলেন ক্রিকেট ফ্যানেরা শেষ আই পি এলের মরু শহরে। এইবার ইজ্ঞিত দিলেন তেলে বেগুনে জ্বলে উঠার। গত আইপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন পঞ্জাব কিংস ক্যাপ্টেন লোকেশ রাহুল৷ তবুও প্রীতি জিন্টার দলকে প্লে-অফে তুলতে পারেননি কর্নাটকের এই ডানহাতি ব্যাটসম্যান৷

মরু শহরের তিনটি স্টেডিয়ামেই রানের ফোয়ার ছুঁটিয়েছিলেন রাহুল৷ সে বছর আসর বসেছিল সংযুক্ত আরবআমিরশাহীতে।টুর্নামেন্টে ১৪টি ম্যাচে সেঞ্চুরি-সহ ৬৭০ রান করেছিলেন পঞ্জাব কিংস ক্যাপ্টেন৷ গড় ছিল ৫৬৷ আর স্ট্রাইক-রেট ছিল ১২৯.৩৫৷ প্রিতির দলের অবস্থা ভালো না থাকলেও মরুর বুকে ঝড় তুলেছিলেন রাহুল। এবার বললেন সেই ঝড়কে ঘূর্ণিঝড়ে পরিণত করবেন।প্রীতির দলের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর মনে করেন, এবারের আইপিএলেও ভিন্ন ধরনের রাহুলকে দেখা যাবে৷ এবার আরও বেশি আকমণাত্মক ব্যাটিং করতে দেখা যাবে পঞ্জাব কিংস ক্যাপ্টেনকে৷

Advertisement

ম্যাক্সওয়েল ফর্মে ছিল না বলে ভালোই বিপাকে পড়তে হয়েছিল প্রীতির দল পাঞ্জাবকে। গতকাল টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে জাফর বলেন, ‘গত মরশুমে কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছিল৷ ও পরের দিকে ব্যাটিং করতে হত, কারণ পাঁচ নম্বরের পরে তেমন কেউ ছিল না৷ ম্যাক্সওয়েল ফর্মে ছিল না৷ দায়িত্ব নিয়ে ও শেষ পর্যন্ত ব্যাটিং করে যাওয়ার চেষ্টা করেছিল৷ দারুণ খেলেছিল৷ কিন্তু এবার রাহুলকে আরও আক্রমণাত্মক দেখবে৷’

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শতকের পর এই বোমা ফাটালেন এই তারকা ক্রিকেটার। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মোটেই ফর্মে ছিলেন না রাহুল৷ টি-২০ সিরিজের প্রথম চার ম্যাচে মাত্র ১৫ রান করেছিলেন তিনি৷ ফলে সিরিজের শেষ ম্যাচ থেকে বাদও পড়েন এই ধ্রুপদি ব্যাটসম্যান৷ কিন্তু ওয়ান ডে সিরিজে চেনা ছন্দে দেখা যায় রাহুলকে৷ উপরের দিকে ব্যাটিং করে দলকে টানেন তিনি৷ সিরিজের প্রথম দু’টি ম্যাচে যথাক্রমে অপরাজিত ৬২ এবং ১০৮ রানের ইনিংস খেলেন রাহুল৷

Advertisement

আক্রমণাত্মক রাহুলকে দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন ক্ষুদ প্রীতি ও জাফর , জাফর বলেন, ‘কোনও একটি সিরিজে রান না-পাওয়ার মানে এই নয়, যে সে খারাপ ব্যাটসম্যান৷ এটা যে কোনও ব্যাটসম্যানের ক্ষেত্রেই হতে পারে৷ যত খেলছে, ও তত ভালো হচ্ছে৷ হ্যাঁ, টি-২০ সিরিজটা ওর ভালো যায়নি৷ কিন্তু ওয়ান ডে সিরিজে ও দেখিয়ে দিয়েছে ,কতটা সিরিয়াস ব্যাটসম্যান৷ তিন ফর্ম্যাটেই ওর সেঞ্চুরি রয়েছে৷’

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Cricvive Desk

Cricvive is a sports media company that produces original video, audio, and written content for cricvive.com and other media partners, as well as the general public and news organizations.

Check Also

ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ব্রাত্য, হঠাৎ IPL খেলার শখ হল জো রুটের

২০২৩ আইপিএল নিলামে অংশ নিতে চলেছেন জো রুট। এর আগে তিনি কখনও আইপিএল খেলেননি। ২৩ …

Leave a Reply

Your email address will not be published.