বাবর আজম পাকিস্তানের ক্রিকেটের এখন বড় নাম। দারুণ পারফরম্যান্সের কারণে বিশ্ব ক্রিকেটেও তার অবস্থান এখন অনেক উপরে। তার মতো ক্রিকেটারকে বিগ ব্যাশে যেকোনো দল নিতে চাইবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
পাকিস্তানের বিপক্ষে সদ্যই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে অজিরা। সিরিজের শেষ দুই ওয়ানডেতে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন বাবর। পাকিস্তানের অধিনায়কের এমন ধারাবাহিক পারফরম্যান্সের পরই তাকে নিয়ে এমন মন্তব্য করেছেন ফিঞ্চ। এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘বাবর যদি বিগ ব্যাশে খেলতে চায় তাহলে যেকোনো দলই তাকে পেতে চাইবে। পাকিস্তানের যে কেউ সেখানে যেতে পারে।
আমাদের প্রতিযোগীতায় তাদেরকে পাওয়া দারুণ ব্যাপার হবে। তারা যেকোনো সুযোগই কাজে লাগাতে পারে। তাদের সর্বদা স্বাগত জানানো হবে।’ মজার ছলে ফিঞ্চ জানিয়েছেন, বাবর আগ্রহী হলে একদিনের মধ্যেই তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে স্বাক্ষর করাতে চান পাকিস্তানের অধিনায়কে। এরই মধ্যে বাবরকে তার আগ্রহের ব্যাপারে জানাতেও বলেছেন অজি অধিনায়ক।
এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘আমি মাত্রই বাবরকে জিজ্ঞেস করেছি সে মেলবোর্ন রেনেগেডসে খেলতে আগ্রহী কিনা এবং সে সম্ভবত আগ্রহী। আশাকরি আমরা কালকের মধ্যেই তাকে স্বাক্ষর করাবো।’ দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে দারুণ খেলছেন বাবর। তার মতো ক্রিকেটার অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে খেললে তার শোভা বাড়বে বলে বিশ্বাস ফিঞ্চের। তিনি বলেন,
‘আমাদের ঘরোয়া প্রতিযোগীতায় আরও বিশ্বমানের খেলোয়াড় যোগ হলে দারুণ হবে। বাবর দীর্ঘদিন ধরেই এই ফরম্যাটে ভালো খেলছে।’