Breaking News

অবসর ২০০৭ সালে ভারতের বিশ্বজয়ের এক ওভারের নায়কের, তবু ক্রিকেটেই থাকতে চান

তিনি খেলা ছেড়ে প্রমাণ করলেন যে, তিনি খেলতেন। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন যোগিন্দর শর্মা। ভারতীয় ক্রিকেটের সমর্থকরা যাঁকে মনে রেখেছেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারের জন্য। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ওভারেই ম্যাচ জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত।

Advertisement

২০০৭ সালের সেই ফাইনালে মিসবা উল হকের উইকেট তুলে নিয়েছিলেন যোগিন্দর শর্মা। যা বিশ্বকাপ এনে দেয় ভারতকে। সেই যোগিন্দর বলেন, “ভারতের হয়ে খেলতে পেরেছি। ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছি। আমার জীবনের সেরা সময় ছিল ওটা। সব সতীর্থ, কোচ, মেন্টরদের ধন্যবাদ। তোমাদের সঙ্গে খেলতে পেরে দারুণ লেগেছে। আমার স্বপ্নকে সত্যি করেছিলে তোমরা।”

ভারতের হয়ে মাত্র ৮টি ম্যাচ খেলেছিলেন যোগিন্দর। ৪টি এক দিনের এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতীয় দলে এই ৮টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তাতেই ভারতের বিশ্বকাপ জয়ের ইতিহাসের সঙ্গে নাম জুড়ে যায় যোগিন্দরের। আইপিএলেও ধোনির দলে ছিলেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন যোগিন্দর। ১৬ ম্যাচে নেন ১২টি উইকেট।

Advertisement

বিশ্বকাপে সাফল্যের পরেই হরিয়ানা পুলিশে চাকরি পেয়েছিলেন যোগিন্দর। সেখানেই কর্মরত তিনি। পুলিশের ভূমিকায় দেশকে করোনার থাবা থেকে বাঁচানোর তাগিদে কাজ করেছেন তিনি। রাস্তায় মানুষ দেখলে তাঁদের বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। কোনও ধরনের সমস্যা দেখলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করেছেন কখনও-সখনও।

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

বিশ্বের সব চেয়ে সরল ব্যক্তি ধোনি, ফাঁস উথাপ্পার

মহেন্দ্র সিংহ ধোনি যে তাঁর বরফ-শীতল মস্তিষ্কের জন্য বিখ্যাত, তা কারও অজানা নয়। এ বার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *